আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটে আগাম ভবিষ্যদ্বাণী হয় না। শেষ বল পর্যন্ত আশা, আশঙ্কার দোলাচল চলে। সুরাটে বিগ ক্রিকেট লিগের ম্যাচে সেটা আরও একবার প্রমাণিত হল। তবে এবার পরিস্থিতি একটু আলাদা। অদ্ভুত ঘটনা ঘটল ব্যাটার চিরাগ গান্ধীর সঙ্গে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। গত বছরের ১৫ ডিসেম্বরের ঘটনা। কিন্তু প্রকাশ্যে এসেছে এখন। ইউপি ব্রিজ স্টার্স এবং এমপি টাইগার্স ম্যাচের ঘটনা। যা প্লেয়ার, আম্পায়ার এবং ফ্যানদের অবাক করে দেয়। অবিশ্বাস্য এই ঘটনা হাসিরও বটে।
৯৮ রানে ব্যাট করা গান্ধী, স্পিনার পবন নেগির বলে প্লেইড অন হন। অফ স্ট্যাম্প নড়ে যায়। উচ্ছ্বাসে মেতে ওঠে বিপক্ষের ক্রিকেটাররা। কিন্তু তারপর যা হল, তাতে আশ্চর্য সকলে। স্ট্যাম্প নড়ে গেলেও, পড়ল না বেল। যা দেখে হকচকিয়ে যায় আম্পায়াররা। গান্ধী বেল এর দিকে আঙুল দিয়ে দেখান। এই মুহূর্তটি ভাইরাল হয়ে গিয়েছে। একজন ফ্যান লেখেন, 'ক্রিকেটে এর থেকে ভাল ভাগ্য আমি দেখিনি।' কিন্তু এই ক্ষেত্রে ভাগ্য সঙ্গ দিলেও, এমপি টাইগার্সের বিশাল রান তাড়া করে জিততে পারেনি তাঁর দল। তবে শতরান সম্পূর্ণ করেন গান্ধী। ৫৮ বলে ১০১ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ওভারের শেষে ৫ ওভারে ১৬৮ রানে শেষ হয়ে ইউপি ব্রিজ স্টার্সের ইনিংস। ম্যাচ জেতে ইউসুফ পাঠানের এমপি টাইগার্স। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও। যা আরও একবার প্রমাণ করছে, ক্রিকেট পুরোটাই অনিশ্চয়তার খেলা।
